Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে শাহজাহানপুর ইউনিয়ন

 

শাহজাহানপুর ইউপি আয়তনে মাধবপুর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। এর আয়তন প্রায় ১২ বর্গকিলোমিটার। আয়তনে মাধবপুর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন হলেও শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে যথেষ্ট পিছিয়ে আছে এই ইউনিয়নটি। এখানে একটিমাত্র উচ্চ বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক আলিয়া মাদ্রাসা, ১৪টি প্রাথমিক বিদ্যালয়,২টি কিন্ডার গার্টেন, ২টি হাফিজিয়া মাদ্রাসা ও ব্র্যাক পরিচালিত কয়েকটি উপানুষ্ঠানিক প্রাথমিক ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কয়েকটি প্রাক-প্রাথমিক গণশিক্ষা কেন্দ্র রয়েছে। এই ইউনিয়নের চিকিৎসার এখনও পর্যন্ত প্রধান অবলম্বন ইউনিয়ন স্বাস্হ্যকেন্দ্রটি। এর পাশাপাশি কয়েকটি কমিউনিটি ক্লিনিক, সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগানের নিজস্ব চিকিৎসা কেন্দ্র রয়েছে। এখানে বেসরকারী সংস্হা- হীড বাংলাদেশ বিদেশী সহায়তায় যক্ষার চিকিৎসা দিয়ে থাকে। এটি ভারতের ত্রিপুরা সীমান্তঘেষা পাহাড়ী এলাকা,চা বাগান, টিলা ও সমতলভূমির সমন্বয়ে গঠিত একটি দর্শনীয় পর্যটন সমৃদ্ধ ইউনিয়ন। পাহাড়ী ঢাল, সমতল ভূমির সমন্বয়ে এক ব্যতিক্রমী মৃত্তিকা বৈশিষ্ট্য নিয়ে গঠিত এই অঞ্চলটি। এর উত্তর-পশ্চিমে জগদীশপুর ইউপি, পশ্চিমে আন্দিউড়া ইউপি, দক্ষিণ-পশ্চিমে বহরা ইউপি, উত্তর-পূর্বে চুনারুঘাট উপজেলার আমতলী ইউপি ও দক্ষিণ -পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা অবস্থিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে শাহজাহানপুর ইউপি'র নাম। মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বের দিক থেকে মুজিবনগরের পরই এই ইউপি'র তেলিয়াপাড়া চা বাগানের অবস্থান। ১৯৭১ সালের ৪ এপ্রিল এই ইউপি'র তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজারের বাঙলোয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর নেতৃত্বে ১১টি সেক্টরের সেক্টর কমান্ডার, অনেক জাতীয়, হবিগঞ্জ তথা সিলেটের জাতীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতারা ,ইউপি'র কৃতি সন্তান  উপস্থিত ছিলেন। 

 

ইউনিয়নের আয়তনঃ প্রায় ১২ বর্গকিলোমিটার।  

মৌজার সংখ্যাঃ ২১টি

গ্রামের সংখ্যাঃ ৩৬

মোট জনসংখ্যাঃ ৩৩৯১৩

মোট পুরুষের সংখ্যাঃ ১৭৯৫৬

মোট নারীর সংখ্যাঃ ১৫৯৫৭

মোট পরিবারের সংখ্যাঃ ৯৪৯৫

মোট উচ্চ বিদ্যালয়ের সংখ্যাঃ ১টি

মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১৩টি

মোট কমিউনিটি ক্লিনিকের সংখ্যাঃ ৪টি

মসজিদের  সংখ্যাঃ ৩৮

মন্দিরের সংখ্যাঃ ১০টি

মাদ্রসার সংখ্যাঃ ৪টি

মোট পাকা রাস্তাঃ ৩২ কিঃ মিঃ

মোট ইট সলিং: ১৭ কিঃমিঃ

মোট কাচা রাস্তাঃ ৩২ কিঃমিঃ

পোষ্ট অফিসের সংখ্যাঃ ১টি

রেল ষ্টেশনের সংখ্যাঃ ১টি

ব্যাংকের সংখ্যাঃ ২টি

এনজিওর সংখ্যাঃ ৫টি