হযরত শাহ চান মিয়া চৌধুরী (রাঃ)সাহেব।
ইতিহাসঃ-তিনি চৌধুরী পরিবারে সন্তান ছিলেন।তিনি একজন পীর ছিলেন।উনার কিছু আধ্যাতিক শক্তি ও অলৌকিক ঘটনাবলী আদো স্মরনীয় হয়ে রয়েছে।তিনি নিঃসন্তান ছিলেন।প্রায় দুই যুগ পর্যন্ত বনে জংঙ্গলে ও নির্জন স্থানে দিনাতিপাত করেছেন।হাজার হাজার মুরিদান,বক্তবৃন্দ ও গুণগ্রাহী রয়েছেন। উনার নামেই এই স্কুলের নাম করন করা হয়েছে।
প্রে-১৫,নার্সারী-১৫,ওয়ান-১৫,টু-১৫,থ্রি-১৫,ফোর-১০।
সভাপিত-মোঃ পারভেজ হোসেন চৌধুরী
সহ-সভাপতি-
সেক্রেটারী-দীপক রায় তীমন
২০১২-৯৫%,২০১৩-৯৮%,২০১৪-১০০%
২০১৩ খ্রি মেধাবৃত্তি ১,সাধারন ১,২০১৪ খ্রি: সাধারন-১,
ভর্তির হার শতভাগ অব্যাহত রাখা শতভাগ পাশের হার নিশ্চিত করা,ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নিয়ে আসা।
তেলিয়াপাড়া স্কুল একাডেমী বিলডিং,তেলিয়াপাড়া,মাধবপুর,হবিগঞ্জ।
০১৭১৩৮১৮৭৯১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস