হযরত শাহ চান মিয়া চৌধুরী (রাঃ)সাহেব।
ইতিহাসঃ-তিনি চৌধুরী পরিবারে সন্তান ছিলেন।তিনি একজন পীর ছিলেন।উনার কিছু আধ্যাতিক শক্তি ও অলৌকিক ঘটনাবলী আদো স্মরনীয় হয়ে রয়েছে।তিনি নিঃসন্তান ছিলেন।প্রায় দুই যুগ পর্যন্ত বনে জংঙ্গলে ও নির্জন স্থানে দিনাতিপাত করেছেন।হাজার হাজার মুরিদান,বক্তবৃন্দ ও গুণগ্রাহী রয়েছেন। উনার মাজারে প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম রবিবার ওরশ মোবারক হয়।ওরশ মোবারকে অনেক মুরিদগন আসেন।
ওরশ মোবারকে ওয়াজ মাহফিল,জিকির,আখেরী মোনাজাত, অনেক গরু ছাগল জবাই করে তাবারক বিতরণ করা হয়।
জন্ম তারিখঃ
মৃত্যু তারিখঃ
স্থানঃ
গ্রাম-দঃ সুরমা,৬নং শাহজাহানপুর ইউ/পি,ডাকঘর-তেলিয়াপাড়া,মাধবপুর,হবিগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস