১নং আলোচ্য বিষয়ঃ-১নং বিষয় আলোচনাকালে সভাপতি সাহেব বলেন যে, গত সভার কার্যবিবরনী সঠিক আছে কি না তাহা জানার জন্য সভাপতি সহেব গত সভার কার্যবিবরনী উপস্থিত আইন শৃংখলা কমিটির সদস্য/সদস্যা গণের সম্মুখে পাঠ করিয়া শুনান। উপস্থিত সদস্য/সদস্যা গণ তাহা শ্রবণ করে মন্তব্য করেন যে, উহা সঠিক আছে। এ বিষয়ে কাহারো কোন আপত্তি না থাকায় গত সভার কার্যবিবরনী পাঠঅন্তে অনুমোদিত হয়।
সিদ্ধান্তঃ-‘‘গত সভার কার্যবিবরনী পাঠঅন্তে অনুমোদিত’’।
২নং আলোচ্য বিষয়ঃ- সভাপতি সাহেব উপস্থিত আইন শৃংখলা কমিটির সদস্যগনের দৃষ্টি আকর্ষন করিয়া বলেন যে, আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ইউনিয়নের আইন শৃংখলার অবনতি যাহাতে না ঘটে এ বিষয়ে সজাগ থাকার জন্য সদস্য/সদস্যাগনকে অনুরোধ করেন। ইহা ছাড়া আমাদের ইউনিয়নের ওয়ার্ড সমূহের বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি সম্পর্কে সভায় মতামত প্রদানের জন্য প্রস্তাব দেন। সভাপতি সাহেবের প্রস্তাবের প্রেক্ষিতে সদস্য বলেন যে, আমাদের ইউনিয়েনের আইন শৃংখলা পরিস্থিতি সার্বিক ভাবে সন্তোষ জনক।
সিদ্ধান্তঃ- সর্ব সম্মতিক্রমে শাহজাহানপুর ব্রীজের কাছে একটি পুলিশ বক্স ও সীমনা ব্রীজের কাছে একটি পুলিশ বক্স নির্মানের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে অনুমোদিত যেতে পারে।
৩নং আলোচ্য বিষয়ঃ-সর্বশেষে সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্য/ সদস্যা গণকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া সভার সমাপ্তি ঘোষনা করেন।